তালায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কুইজ ও ভাষা প্রতিযোগিতা প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ | আপডেট: ১০:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ ডেক্স রিপোর্ট: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে তালায় কুইজ ও ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, অত্র কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। কুইজ প্রতিযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ এবং ভাষা প্রতিযোগিতায় তালা মহিলা কলেজ ও সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসা পুরস্কৃত হয। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা কুইজ ও ভাষা প্রতিযোগিতাশেখ রাসেলের জন্মদিন সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা