পাইকগাছায় বিপুল পরিমাণ ইলিশ ধরা ও কারেন্ট জাল জব্দ প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে শিবসা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ ধরা ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহিদুল হোসেন। অভিযানে ৩২ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর মন্ডল। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা কারেন্ট জাল জব্দ সংবাদটি পড়া হয়েছে ১৪৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা