তালায় পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ ডেক্স রিপোর্ট: পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে তালায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও তালা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবার কল্যাণ সমিতি তালা উপজেলার শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তালা উপজেলা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সামছুর নাহার, সাধারণ সম্পাদক আদরী পারভীনসহ সমিতির ৪০ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণী প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখে এক স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মুল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণী চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করায় এই কর্মসূচির মাধ্যমে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী করে তাদের অবমাননা করা হয়েছে। জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করারও অনুরোধ জানান তারা। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের