পাইকগাছায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা) প্রতিবেদক: পাইকগাছায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “বালিকা বধূ নয়, ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে মা নয়” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কাউন্সিলর আসমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আলফাতারা কাজল, সিরাজুল ইসলাম, ঋতা ঢালী, শিরিনা খাতুন ও ফারহানা লাবনী। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বাল্যবিবাহ নিরোধ দিবস সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা