তালায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরার তালায় পুকুর থেকে ভানু বিবি (৮২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করে তার স্বজনরা। ভানু বিবি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের আব্দুল কাজীর স্ত্রী। নিহতের স্বামী আব্দুল কাজী জানান, শনিবার সন্ধ্যার পর থেকে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না তারা। রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর কোনো এক সময় পানিতে পড়ে সে হয়তো আর উঠতে পারেনি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ৫১তম মহান বিজয় দিবস পালিত তালায় জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২টি পরিবার