তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ১০:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার তালায় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা সদর ইউনিয়নের জেয়ালা নিকারী পাড়ায় এ ঘটনা ঘটে। সে জেয়ালা গ্রামের ফারুক নিকারীর পুত্র আল-মামুন। স্থানীয় আক্তার নিকারী জানান, সন্ধ্যায় ছেলেটি বাড়ীর পাশে খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। বহু খোঁজাখোজী করে না পেয়ে পরবর্তীতে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাজীব সরদার জানান, আল-মামুনকে হাসপাতালে আনার কমপক্ষে ৩০ মিনিট আগে মারা যায়। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২০২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ৫১তম মহান বিজয় দিবস পালিত তালায় জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২টি পরিবার