আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ | আপডেট: ৭:৪৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার(৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমীর সামনে এসে শেষ হয়। র্যালীতে এ সময় নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। র্যালিতে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় শিশু পুরষ্কার পেলো পাটকেলঘাটার ক্ষুদে বিজ্ঞানী জাবের অংগন