তালায় গ্রীস্মকালীন আন্ত: ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯ | আপডেট: ৭:৪০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরার তালায় ৪৮তম জাতীয় (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) গ্রীস্মকালীন আন্তঃ ফুটবল টুনামেন্ড’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকালে তালা কপোতাক্ষ হাইস্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ব্যবধানে নাংলা ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে,দলুয়া মাধ্যমিক বিদ্যালয় ৩-১ নগরঘাটা ম্যাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ৬-৪ দলুয়া মাধ্যমিক বিদ্যালয়েকে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা গ্রীস্মকালীন আন্ত: ফুটবল প্রতিযোগিতা সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের