পাইকগাছায় বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৪ ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ায় র্যাব-৬ ও থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার শ্যামনগর গ্রামের বাক্কার মোড়লের ছেলে ইকবাল মোড়ল দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরী করত। ২০১২ সালে দেশে ফিরে বিভিন্ন সময় লোকদের বিদেশে চাকরী প্রলোভন দেখায়। এরই এক পর্যায়ে চলতি বছর লোকের কাছ থেকে লাখ লাখ হাতিয়েছে বলে অভিযোগে প্রকাশ। যার মধ্যে শ্যামনগরের ইতি বেগমের নিকট থেকে কাতারে চাকরী দেয়ার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরী না পেয়ে বিদেশে ঘোরাফেরা করতে থাকলে ঐ দেশের পুলিশ তাকে আটক করে। পরে ঐ দেশের সরকারের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। একই এলাকার রিপনকে মালয়েশিয়ায় চাকরী দেয়ার নামে ৩ লাখ ৭০ হাজার টাকা, সাহেব আলীকে সৌদি আরবে কোম্পানীর কার্টুন তৈরীর কারখানায় চাকরী দেয়ার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা নেয়। চাকরী না পেয়ে তাকে অন্য দেশে বিক্রি করা হয়েছে বলে স্ত্রী ফতেমা জানায়। সাইফুদ্দিনকে মালয়েশিয়া পাঠানোর জন্য ৩ হাজার ৫০ হাজার টাকা নেয়। উক্ত টাকা হাতিয়ে নেয়ার পর থেকে ইকবাল পালিয়ে বেড়াচ্ছে। টাকা আদায়ের জন্য ভুক্তভোগীরা ইকবালের বিরুদ্ধে র্যাব-৬ ও পাইকগাছা থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে ইকবাল মুঠোফোনে জানান, উক্ত টাকা ঢাকার নাজমুল নামে তার এক বন্ধু নিয়েছে। এ ব্যাপারে নাজমুল জানায়, যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে এর মধ্যে রিপনকে ২ লাখ ২০ হাজার ফেরত দেয়া হয়েছে। সাইফুলকে সে চেনে না ও অন্য ২জনকে বিদেশে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযুক্ত ব্যক্তির বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে পাঠানোর নামে প্রতারণা সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!