পাইকগাছায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী রায়হান আটক প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ১১:২৯:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী রায়হানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। রায়হান দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এলাকাবাসী অতিষ্ট হয়ে বিরাশী গ্রামের জনৈক আকলিমা, রোজিনা, রোকন, রহিম, জেসমিন, সখিনা ও মোস্তফার নিকট থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত বিরাশীর মান্দার গাজীর ছেলে আকবার আলী গাজী বাদী হয়ে অভিযোগ করলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ রায়হানকে আটক করে। এ বিষয়ে ওসি এমদাদুল হক শেখ জানান, রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১