তালায় ছাদ থেকে পড়ে গ্লাস শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালায় ছাদ থেকে পড়ে ইব্রাহীম সরদার (৩০) নামের এক গ্লাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।সে সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনসুর সরদারের ছেলে। স্থানীয় জানান,নিহত ইব্রাহীমসহ কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার তালার মেলা বাজারের শফিকুল ইসলামের বাসভবনে তিন তলা ভবনে গ্লাস লাগানোর কাজ করছিল। এসময় গ্লাস লাগানোর জন্য ব্যবহৃত দড়ি ছিড়ে গেলে ইব্রাহীম মাটিতে পড়ে গুরুত্ব আহত হয়। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সাতক্ষীরা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা ছাদ থেকে পড়ে গ্লাস শ্রমিকের মৃত্যুশ্রমিকের মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস? আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল- এর ৫৭তম জন্মদিন