পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আগামী ২ আগস্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, আনোয়ার ইকবাল মন্টু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, প্রভাষক ময়নুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, শিক্ষক পঞ্চানন সরকার, ডাঃ শংকর দেবনাথ ও অসীম দাশ। সভায় প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বিশেষ স্মরণিকা প্রকাশ, রচনা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজ্ঞানীর জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকী সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!