পাইকগাছায় বাগদা চিংড়ি অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জরিমানা আদায় প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় চিংড়ি মাছ অস্বাস্থ্যকর পরিবেশে পরিবহন করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা ও জব্দকৃত চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা শিব্সা ব্রীজে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবহন করার অভিযোগে উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের নিমাই চন্দ্র মন্ডলকে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং ২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বাগদা চিংড়ি অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে সংবাদটি পড়া হয়েছে ১৭২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!