পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৯:০৪:অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২শ’ ৪১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮শ’ ৫০ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৮শ’ ৫০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়। সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, পৌর স্যানিটারী ইন্সপেক্টর ইমদাদুল হক ও স্বাস্থ্য কর্মী মুজিবুর রহমান বুলি। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!