ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়নে গাজী এজাজের গনসংযোগ প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ | আপডেট: ১০:২৫:পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল দিনব্যাপী উপজেলা চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া মার্কা) আ’লীগ নেতা গাজী এজাজ আহম্মেদ ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন। ইউনিয়নের পঞ্চ, কুলটি, পশ্চিম বিল পাবলা, ধাইগ্রাম, পাহাড়পুর, শিবপুর, বাদুরগাছাসহ বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে তিনি ঘোড়া মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময়ে সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী নুরুল ইসলাম, নুরুল ইসলাম হালদার, কাজী আব্দুল মজিদ, শিশির ফৌজদার, ইউপি সদস্য কবিতা রানী বিশ্বাস, নির্মল কবিরাজ, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, সুকৃতি মন্ডল, দিলীপ মন্ডল, তরুন ফৌজদার, তুষার কবিরাজ, আতিয়ার সরদার, সুব্রত ফৌজদার, মতিয়ার সরদার প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগরে গাজী এজাজের গণসংযোগ সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি