সাতক্ষীরায় কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান ক্রয় শুরু প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯ | আপডেট: ১:৫০:অপরাহ্ণ, মে ২৩, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় সরাসরি কার্ডধারী কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের অদূরে বাঁকাল এলাকায় এক কৃষকের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, তথ্য অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরা জেলা থেকে চলতি বোরো মৌসুমে মন প্রতি ১ হাজার ৪০ টাকা দরে ২ হাজার ২৯১ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। প্রথম দিনে আজ ১০০ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় এবার ৭৫ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৭৪১ মেট্রিকটন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা কৃষকের ধান ক্রয় শুরুক্ষতিগ্রস্থ কৃষকধান ক্রয়সরকারের পক্ষ থেকে কৃষকের ধান ক্রয় শুরু সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাঁকড়া ধরার অভিযোগে ১৫ নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার