পাটকেলঘাটায় গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্থ জনজীবন : বাড়ছে রোগীর সংখ্যা প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ২১, ২০১৯ | আপডেট: ৮:০২:অপরাহ্ণ, মে ২১, ২০১৯ এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা(কুমিরা) সংবাদদাতা: গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদের তাপে কিছুতেই স্বস্থি মিলছে না জনমনে। সারাদিনের ঘর্মাক্ত শরীরে জীবন যখন অতিষ্ট তার উপর রমজানের রোযা রেখে শরীর আরও ভেঙ্গে পড়ছে। সারাদিন রোযা রেখে ইফতারির সময় ভাজা পোড়া খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। আবার অনেকে ফল-ফলাদি দিয়ে ইফতারি সেরে নিজেকে সুস্থতা রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। খুব একটা প্রয়োজন ছাড়া প্রখর রোদের ভেতর কাউকে বের হতে দেখা মিলছে না। মানুষের পাশাপাশি প্রাণীকুলও যে অস্বস্থিতে রয়েছে তা প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায়। জৈষ্ঠ্যের এই খরতাপের ভেতর ছিন্নমুল গোছের মানুষগুলো পড়েছেন মহাবিপাকে। একদিন কাজ না করলে যাদের পেটে আহার জোটে না তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। প্রকৃতি যেন তাদের অসহায় করে তুলেছে। সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনিতে খাওয়া দাওয়া যেনতেন হওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। খোজনিয়ে জানা যায়, ছোটদের পাশাপাশি বৃদ্ধরা অনেকটা অসুস্থ হয়ে পড়ছেন বেশি। ডায়রিয়া, সর্দি, কার্শি রোগীর সংখ্যাই বেশি। স্থানীয় ক্লিনিক, হাসপাতাল গুলোতে খোজ নিয়ে দেখা যায়, এ রোগীর সংখ্যাই যেন বেশি। এসকল রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। তবে ডাক্তারগণ শরীরকে সুস্থ রাখার পরামর্শ স্বরুপ ডাবের পানি, রসালো ফল, খাবার সেলাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে কবে নাগাদ একটু স্বস্থির বৃষ্টি কিংবা আবহাওয়া পরিবর্তন হতে পারে তা জেলা আবহাওয়া অধিদপ্তর থেকে সঠিকভাবে কিছু জানানো হয়নি। সুন্দরবনটাইমস.কম/এস.এম মফিদুল ইসলাম/কুমিরা(পাটকেলঘাটা)/সাতক্ষীরা গ্রীষ্মের তাপদাহপাটকেলঘাটায় গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্থ জনজীবনবাড়ছে রোগীর সংখ্যা সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫