সাতক্ষীরার তালায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছে তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, মে ১৮, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে স্বামীকে পিটিয়ে হত্যা করেছে তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী ফিরোজা খাতুন। নিহত নজীর আলী গাজী (৬৫)। তালা উপজেলার চাঁদকাটি গ্রামের সুরমাতুল্লাহ মোড়লের ছেলে। তারা দুইজন ভিক্ষা করতেন। শনিবার (১৮ মে) সকালে ওই ইউনিয়নের হাজরাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ফিরোজা বেগম ঘরের বারান্দায় বসে গান গাচ্ছিলেন। প্রতিবেশিরা তার বাড়ির মধ্যে এগিয়ে গেলে ঘরে ঢুকতে নিষেধ করে ফিরোজা। এসময় প্রতিবেশিরা জোর করে ঘরে প্রবেশ করে নাজির মোড়ল কে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল ইসলাম বলেন, এঘটনায় ফিরোজাকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা পিটিয়ে হত্যাস্বামীকে পিটিয়ে হত্যা করেছে ভারসাম্যহীন স্ত্রীহত্যাকান্ড সংবাদটি পড়া হয়েছে ৪১২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস? আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল- এর ৫৭তম জন্মদিন