পাইকগাছায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ | আপডেট: ১২:০১:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা ঃ পাইকগাছায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, গ্রাম আদালত সহকারী বাবুল আক্তার ও শুক্লা মিশ্র। কর্মশালায় উপজেলার ৩৫ জন নারী ইউপি সদস্য অংশগ্রহণ করে। st/a.i.b/paik/11:53pm খুলনাগ্রাম আদালতপাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!