পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯ | আপডেট: ১১:৫৮:অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা ঃ পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ (২০১৯-২০) মৌসুমে আউশ ধান চাষে সহায়তা প্রদানের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দীন মোল¬া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সার ব্যবসায়ী রামপ্রসাদ পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও অরুণ পাল। অনুষ্ঠানে উপজেলার ৫ শতাধিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। st/a.i.b/paik/11:53pm গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবিনামূল্যে সার বিতরণ সংবাদটি পড়া হয়েছে ৩৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!