সাতক্ষীরায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত: মোট ৫৫ জন প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, জুন ৯, ২০২০ সাতক্ষীরায় নতুন করে আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৫ জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফয়োত। তিনি আরোও জানান,করোনা আক্রান্ত দুই জন ঢাকা থেকে করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আত্নগোপনে থানা বাহার আলী সরদারের ছেলে ব্যাংক কর্মকর্তা মহিবুল ইসলাম (৩৮) ও আশাশুনি উপজেলা শ্বোতকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাম্মেল (৩৪)। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,আক্রান্ত দুই ব্যক্তির বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। সংবাদটি পড়া হয়েছে ৬৬৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক