তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে দলিত সম্প্রদায়ের কিশোরকে পিটিয়ে জখম প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে তালার শ্রীমন্তকাটি বিলে বিশ্বনাথ দাস (২০) নামে দলিত সম্প্রদায়ের এক কিশোরকে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। সে ঐ এলাকার সিদাম দাসের ছেলে। ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, বিশ্ব নাথ তালা উপজেলার শ্রীমন্তকাঠী বিলে প্রায় ২ বিঘা জমির ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে ঘের ব্যবসা করে আসছিল। তবে ঐ ঘেরের দখল নিতে প্রায়ই পার্শ্ববর্তী জালালপুর গ্রামের জনৈক মোহাম্মদ আলী মোড়ল ও তার ছেলেরা তাকে হুমকি-ধামকি ও হয়রানি করে আসছে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে বিশ্ব নাথ ঘেরে অবস্থানকালে মোহাম্মদ আলী ও তার দু’ছেলে ইমরান মোড়ল(৩৫) ও কামরান মোড়ল(৩২) ঘেরে গিয়ে আকষ্মিক তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। এসময় তার আত্ন চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে বিশ্বনাথ সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরের আগে বিশ্বনাথের ছোট ভাই বাপ্পী (১৫) বাড়ী থেকে জালালপুর স্কুলে যাওয়ার পথিমধ্যে ইমরান মোড়ল গং তাকে তাড়া করে। তবে সে কোন রেকম দৌড়ে নিজেকে রক্ষা করলেও রাতে ঐ ঘটনা ঘটে। বিশ্বনাথের পরিবারের অভিযোগ প্রায় মাস দু’য়েক পূর্বে ঐ ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করলে প্রায় অর্ধ লক্ষ টাকার মাছের ক্ষতিসাধন হয়। সর্বশেষ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল সাংবাদিকদের জানান,বিষয়টি তিনি শুনেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা