ছাত্রলীগ জাসদ সাতক্ষীরা জেলা কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সাতক্ষীরা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ জাসদের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়। শনিবার(৪ জানুয়ারী) সকাল ১১.৩০ মিনিটে আলোচনা সভায় ছাত্র নেতারা বলেন, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য বিশৃঙ্খলা দুর্নীতি দলবাজি বন্ধ করা সহ বিশ্বমানের শিক্ষা ও দেশে বিদেশে শ্রমবাজারে চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের আন্দোলনে সকল ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ জাসদ ছাত্র রাজনীতিতে নিক্রিয় থাকায় সকলের সম্মতিক্রমে আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, তালা উপজেলা জাসদ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সাইদুজ্জামান শুভ সহ নেতৃবৃন্দরা। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সাতক্ষীরায় রং মিস্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বত্তরা