কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১ | আপডেট: ৭:৫৮:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১ কপিলমুনি ইউনিয়ন ২নং বিট এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নামের তালিকা ২০২১ কপিলমুনি ইউপি চত্ত্বরে টানানো হয়েছে। টানানো ওই ব্যানারে বিট এলাকার ৪৫ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা স্থান পায়। শনিবার দুপুর সাড়ে ১২টায় কপিলমুনি ইউপি চত্বরে থানা পুলিশের উদ্যোগে এই তালিকা টানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেবাশিষ দাশ, এস আই আব্দুল আলীম, ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিন্টুসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা প্রকাশ্যে টানানোর জবাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি জানান, ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের তথ্য দিয়ে জনসাধারণ যাতে পুলিশকে সহযোগিতা করতে পারে এবং পরোয়ানাধারিরা যাতে বিজ্ঞ আদালতে আত্মসমর্পন পূর্বক রি-কল প্রদান করে সেজন্যই এটা করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! হরিঢালীর গৃহহীন সঞ্জয়ের আকুতি: খাদ্য চাইনা, বস্ত্র চাইনা, মাখা গোঁজার একটা ঘর চাই